ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ছুটির দিনে জনসমাগম আর অফারে উৎসবমুখর বাণিজ্যমেলা

পূর্বাচল প্রতিনিধি

পূর্বাচল প্রতিনিধি

জানুয়ারি ২০, ২০২৩, ০৪:২৯ পিএম

ছুটির দিনে জনসমাগম আর অফারে উৎসবমুখর বাণিজ্যমেলা

পূর্বাচলে এবার বাণিজ্যমেলা শুরুর প্রথম দুই শুক্রবার ব্যবসা ছিল জমজমাট আর জনসমাগমে উৎসবমুখর পরিবেশ। মেলার তৃতীয়  শুক্রবারেও প্রচুর লোক সমাগম হয়েছে। সপ্তাহের মাঝের সময়ে বেচা বিক্রি কম হলেও ছুটির দিনগুলোতে ব্যবসায়ীদের মুখে হাসি দেখা গেছে।

বছরের প্রথম দিন রাজধানীর পূর্বাচলে শুরু হয়েছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেলার ২০তম দিন শুক্রবার মেলা মাঠে গিয়ে দেখা যায় লোকেলোকারণ্য। সকাল থেকেই প্রচুর মানুষ লোক সমাগম চোখে পড়ে। সকালে মেলা প্রবেশপথ খুলে দেয়ার আগেই টিকিট কাউন্টারে মানুষের লাইন ছিল চোখের পড়ার মতো। যা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। দুপুর গড়িয়ে বিকেল হতেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মেলা প্রাঙ্গণ।
ব্যবসায়ীরা জানান, লোক সমাগমের পাশাপাশি বেচা-বিক্রিও বেড়েছে।

রাজধানীর নতুন বাজার এলাকা থেকে এসেছে রফিকুল ইসলাম রাতুল। তিনি আমার সংবাদ কে বলেন, যানজট আর কর্মব্যস্ততার কারণে অন্যদিন মেলায় আসা হয় না। ছুটির দিন হওয়ায় পরিবারের সবাইকে নিয়ে মেলায় এসেছি। কেনাকাটার পাশাপাশি একটু ঘোরাঘুরি করব, খাওয়া-দাওয়া করব। মেলায় এসে ভালো লাগছে।

বিক্রির ব্যাপারে স্টল মালিক এবং প্রতিনিধিরা জানান, এবারের মেলায় প্রথম দিকে বিক্রির পরিমাণ অনেকটা কম ছিল। এখন অনেক ভালো হচ্ছে। দর্শনার্থী বেশি হলে বিক্রি বেশি হয়, এখন মেলায় দর্শনার্থীর সংখ্যা বেশি।

এদিকে মেলায় বিভিন্ন স্টলে নানা রকম উপহার ও ছাড়ে পণ্য বিক্রি চলছে। প্রাণ আর এফ এল এর বিভিন্ন পণ্য বিক্রি করছে প্যাকেজ আকারে। পাশাপাশি প্রতি পণ্যে চলছে ১০% ছাড়।

মেলার কেন্দ্রবিন্দুতে থাকা আলোচিত পরী পালঙ্ক খাটের মূল্য ১ কোটি টাকা দাম চাইলেও এবার কিছুটা ছাড় দিয়ে বিক্রি করবে বলে জানান ফাতেমা এন্টারপ্রাইজ এর মালিক নুরুন্নবী।

ওয়াল্টনের ফ্রিজ কিনলে দেয়া হচ্ছে হরেক রকম উপহার, ওয়ালটন ইলেকট্রনিক্স পণ্য কিনলেও পাওয়া যাচ্ছে বিভিন্ন মাত্রার ছাড় ও উপহার।

কাশ্মীরী আচার ছাড়ে বিক্রি হচ্ছে। বিকাশ অ্যাপে কেনাকাটায় ছাড় মিলছে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত। অন্যদিকে গৃহস্থালি পণ্যের বিভিন্ন স্টলে দেয়া হচ্ছে ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। ননস্টিক কড়াইসহ রান্নার নানা উপকরণ পাওয়া যাচ্ছে মাত্র ১৩০ টাকায়। জারেও ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে অনেক স্টলে।

গাজীপুর পূবাইল থেকে মেলায় ঘুরতে আসা নুর মোহাম্মদ বলেন, গত ১০ বছর আগে তিনি শেরে বাংলা নগরে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় একবার গিয়েছেন। এবার পূর্বাচলে শুধু এই পরী খাট দেখার জন্য এসেছেন। এর সঙ্গে ছবি তুলতে পেরে নিজেকে সার্থক মনে করছেন তিনি।

মেলায় প্রথম কয়েক দিন বিক্রিতে খরা গেলেও এখন ক্রমেই বিক্রি বাড়ছে। সপ্তাহের অন্যদিন সকাল বেলার দিকে তেমন একটা বিক্রিবাট্টা না হলেও দুপুরের পর থেকেই বিক্রি বেড়ে যায়।

আর ছুটির দিন তো সকাল থেকেই শুরু হচ্ছে বিক্রি। এখন পর্যন্ত ক্রোকারিজ পণ্যই বিক্রিতে শীর্ষে আছে বলে জানান বিক্রেতারা। 

এরপরই রয়েছে প্লাস্টিক সামগ্রী, পোশাক ও প্রসাধনী। এসব স্টলে সবসময় ক্রেতা-দর্শনার্থীর ভিড় লেগেই আছে। এছাড়া বিক্রি বেড়েছে খাদ্যপণ্যের।

এআরএস

Link copied!