Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪,

পবিপ্রবিতে বঙ্গবন্ধু পরিষদের বিজয় দিবসের আলোচনা সভা

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২২, ০৬:১২ পিএম


পবিপ্রবিতে বঙ্গবন্ধু পরিষদের বিজয় দিবসের আলোচনা সভা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় কৃষি অনুষদের সভা কক্ষে পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২২ শীর্ষক আলোচনা সভা শুরু হয়।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক এ. বি. এম. মাহবুব মোর্শেদ খান, অধ্যাপক পূর্ণনেন্দু বিশ্বাস অধ্যাপক ড. জাহিদ হাসান, অধ্যাপক ড. এনামুল হক কায়েস, অধ্যাপক রুবেল মাহমুদ, অধ্যাপক ড. মিল্টন তালুকদার, সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালী, সহযোগী অধ্যাপক নাইমুর রহমান সবুজ, সহযোগী অধ্যাপক শাহীন হোসেন।

অনুষ্ঠানে বক্তরা মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের মহান ত্যাগ ও আত্মদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধে এবং পচাত্তরের আগস্টে শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত তার বক্তৃতায় মুক্তিযুদ্ধে শরণার্থী ক্যাম্পের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃত চেতনা আজ আমরা হারাতে ও ভুলতে বসেছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর আহবান জানান তিনি।

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দিনগুলোর কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার কথা তুলে ধরেন।

এসএম

Link copied!