ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

দর্শক শুণ্য প্রেম প্রীতির বন্ধন,পরিচালকের কান্না

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

এপ্রিল ২৭, ২০২৩, ০৪:৫৮ পিএম

দর্শক শুণ্য প্রেম প্রীতির বন্ধন,পরিচালকের কান্না

এবারের ঈদে মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এর মধ্যে অপু বিশ্বাস ও জয় চৌধুরীর সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে একটি ছবিও মুক্তি পেয়েছে। খুব বেশি হলে মুক্তি পায়নি ছবিটি। মাত্র ৯টি হলে মুক্তি পেয়েছে। 

যদিও ছবির নায়ক জয় চৌধুরী ঈদের আগে বলেছিলেন, দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে সিনেমাটি দেখানো হবে। তার বাস্তব প্রতিফলন মেলেনি।  প্রেক্ষাগৃহ সংকটের কারণে দর্শকদের কাছেও যেতে পারেনি সিনেমাটি। ছবিটি করতে সব মিলিয়ে এক কোটি ৬২ লাখ টাকা খরচ হয়েছে বলে এর নির্মাতা সোলায়মান আলি লেবু জানিয়েছেন। ছবির ভবিষ্যৎ অন্ধকার দেখে দর্শকদের হাতে-পায়ে ধরে ‘প্রেম প্রীতির বন্ধন’ দেখার অনুরোধ জানিয়েছেন।

এই অনুরোধ জানাতে গিয়েও হাউমাউ করে কান্নাকাটি করলেন সোলায়মান আলি লেবু। কাঁদতে কাঁদতে দুই হাত জোড় করে বলেন, ‘আমি দর্শকদের বারবার অনুরোধ করছি, আপনারা আরো ছবি দেখছেন। আমার ছবিটাও দেখেন। দেখার পর যদি ছবিটা ভালো লাগে তাহলে একটু বলবেন, ছবিটা ভালো হয়েছে। এই অনুরোধটা দর্শকদের প্রতি আমার। আপনাদের হাতে-পায়ে ধরে বলছি, আজ হল পাইনি বলে ছবিটি আপনাদের দেখাতে পারছি না। 

কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেন এই হাতজোড় করে কান্না? এ প্রশ্নের উত্তরে লেবু  বললেন, ভাই কান্নাটা ভেতর থেকে আসে। এত সুন্দর ছবি বানিয়ে যদি দর্শকদের দেখাতে না পারি তাহলে কষ্ট লাগে। আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি। ঈদের সময় সিনেমা মুক্তি দেওয়ার সিদ্ধান্তটাই আমার ভুল ছিল। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে হলের সংখ্যা বাড়ছে জানিয়ে সোলায়মান আলি লেবু বলেন, ‘আমার সিনেমার গল্পের ওপর বিশ্বাস আছে। দর্শককে টেনে নিয়ে যাবে হলে।

দ্বিতীয় সপ্তাহে এখন পর্যন্ত ৩০টার বেশি হল বুকিং করেছি। আশা করি শাকিবের পর আমার সিনেমাই মানুষ বেশি দেখবে। আরো হল বাড়বে। প্রেম প্রীতির বন্ধন’-এর মধ্য দিয়ে প্রথমবার পর্দায় জুটি হয়েছেন অপু-জয়। এতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আমান রেজা, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, জাদু আজাদসহ অনেকে।

সোহাগ বি
 

Link copied!