ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ফ্যাটি লিভার নিয়ে নাজেহাল? এই কয়েকটা খাওয়ার নিয়ম মানলেই শরীর থাকবে বশে

সাহিদুল ইসলাম ভূঁইয়া

আগস্ট ১৪, ২০২২, ০৭:৩৩ পিএম

ফ্যাটি লিভার নিয়ে নাজেহাল? এই কয়েকটা খাওয়ার নিয়ম মানলেই শরীর থাকবে বশে

অনেক সময় মদ্যপান না করলেও ফ্যাটি লিভার হতে পারে। যেহেতু লিভার প্রত্যেকের শরীরে ৫০০রও বেশি কাজ সম্পন্ন করে তাই লিভারের সমস্যা হলে শরীরও খারাপ হয়। সব সময়ে ক্লান্ত থাকা, প্রায়শই ঠাণ্ডা লেগে যাওয়া এগুলো ফ্যাটি লিভারের সাধারণ উপসর্গ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগ উপসর্গহীন হয়।

লিভার শরীরে যে কাজগুলি করে-

বিলিরুবিন, কোলেস্টেরল, হরমোন এবং ওষুধের রাসায়নিক বের করে দেয়পিত্ত তৈরি এবং মলত্যাগে সহায়তাচর্বি, প্রোটিন এবং কার্বোহাইড্রেটের বিপাক

গ্লাইকোজেন, ভিটামিন এবং খনিজ পদার্থের সঞ্চয়প্লাজমা প্রোটিনের সংশ্লেষণ, যেমন অ্যালবুমিনরক্ত বিশুদ্ধকরণ
ফ্যাটি লিভার কাকে বলে?

নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার (NAFLD) যকৃৎ বা লিভারে চর্বি জমে হতে পারে। প্রথমে কোনও লক্ষণ দেখা না গেলেও পরে খিদে ও ওজন কমে যাওয়া, দুর্বলতা, পেটে ব্যথা, লিভার বৃদ্ধির মতো লক্ষণগুলি দেখা দেয়।অতিরিক্ত ওজন বা স্থূলতা, ইনসুলিন প্রতিরোধ, প্রিডায়াবেটিস বা টাইপ ২ ডায়াবেটিস, রক্তে বেশি মাত্রার চর্বি, বিশেষ করে ট্রাইগ্লিসারাইড ইত্যাদি ফ্যাটি লিভারের সঙ্গে সম্পর্কিত।

যে যে কারণে হতে পারে ফ্যাটি লিভার-

১) অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসপ্রচুর চিনি, কৃত্রিম ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো লিভারের ক্ষতি করে। বিশেষ করে প্যাকেটজাত ফল, জুস ইত্যাদি একদমই ভাল নয়।

২) অতি মাত্রায় ধূমপান ও মদ্যপানঅতিমাত্রায় ধূমপান ও মদ্যপান লিভারের ক্ষতি করে। কারণ এটি লিভারের কোষ নষ্ট ও অকেজো করে দেয়।

৩) অতিরিক্ত ওজনস্থূলতা ফ্যাটি লিভারের অন্যতম কারণ। এমনিতে লিভারে ৫% বেশি চর্বি থাকা উচিত নয়।তার বেশি চর্বি থাকলেই সেটা ফ্যাটি লিভার হয়।

 

ফ্যাটি লিভার হলে কী করতে হবে?

বাড়িতে রান্না করা খাবার খেতে হবে।প্রচুর শাকসবজি খেতে হবে।বেরি, অ্যাভোকাডো, পিচ, তেঁতুল, ডালিম এবং পেঁপে খেতে হবে।রাগি, জোয়ার, কিনোয়ার মতো দানাশস্য খেতে হবে।প্রাণিজ ও প্রক্রিয়াজাত খাবার বাদ দিতে হবে।অন্তত ৫০ মিনিট দিনে পাঁচ বার অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে।মাঝে মাঝে উপোস করতে হবে।

 

লিভারের জন্য যেগুলো ভালো-

গাজর, সিলেরি ও পালংশাকের জুসআমলকীঅ্যাপল সিডার ভিনিগারহলুদফ্ল্যাক্সসিড, আখরোট ও অ্যাভোকাডোপাতাওয়ালা সবজি ও বেরিগ্রিন টিপেঁপে ও আনারসফ্লুরাইড মুক্ত জল

আমারসংবাদ/আরইউ

Link copied!