Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ মে, ২০২২, ১১ জ্যৈষ্ঠ ১৪২৯

রাজধানীমুখী যাত্রীদের চাপ বেড়েছে চাঁদপুর লঞ্চঘাটে

নিজস্ব প্রতিবেদক

মে ৭, ২০২২, ০৭:২২ পিএম


রাজধানীমুখী যাত্রীদের চাপ বেড়েছে চাঁদপুর লঞ্চঘাটে

ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার রাজধানীমুখী যাত্রীদের চাপ বেড়েছে চাঁদপুর লঞ্চঘাটে। চাঁদপুর ও ঢাকা, চাঁদপুর ও নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী নিয়মিত লঞ্চ ছাড়াও যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত লঞ্চ চালু করেছে বন্দর কর্তৃপক্ষ।

শনিবার (৭ মে) দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে সরেজমিনে দেখা গেছে, জেলার আপট উপজেলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ট্রলারে আসা শরীয়তপুরের বহু সংখ্যক যাত্রী ঘাটের পন্টুনে অবস্থান করছে। তাদেরকে নিয়ন্ত্রণে প্রশাসন, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও বিআইডাব্লিউটির কর্মকর্তারা কাজ করছে।

হাজীগঞ্জের থেকে আসা যাত্রী মোহাইমিনুল ইসলাম জানান, করোনার কারণে গত দুবছর ঈদে বাড়িতে আসতে পারেনি। এ বছর ঈদের আগেই বাড়িতে এসেছি। স্ত্রী ও সন্তানকে নিয়ে বাবা-মার সঙ্গে ঈদ কাটিয়ে এখন কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য ঘাটে অপেক্ষা করছেন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার থেকেই ঢাকাগামী যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। লঞ্চঘাটে আমাদের পুলিশ সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত খুবই শান্তি শৃঙ্খলার মধ্যে যাত্রীরা যেতে পারছে।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা একেএম কায়সারুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উদযাপন শেষে ঢাকাগামী যাত্রীদের চাপ বেড়েছে। বিআইডাব্লিউটিএ, প্রশাসন, নৌ-পুলিশ, কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত কমিটি যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আমাদের পর্যাপ্ত সংখ্যক লঞ্চ রয়েছে। যাত্রী সাধারণের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

তিনি বলেন, শনিবার ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত সদরঘাটের উদ্দেশ্যে ১২টি লঞ্চ চাঁদপুর ঘাট ত্যাগ করেছে। নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ১০টি ছেড়ে গেছে। মধ্যরাত পর্যন্ত লঞ্চ যাত্রা অব্যাহত থাকবে।

আমারসংবাদ/এমএস