ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

সাহিদুল ইসলাম ভূঁইয়া

মে ২৩, ২০২২, ১১:৩৫ এএম

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা টেস্টের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৪ রান করতেই ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন। অধিনায়ক মুমিনুল হক ৯ রান আর নাজমুল হোসেন শান্ত প্যাভিলিয়নের পথ ধরেন ব্যক্তিগত ৮ রান করে। নিজের প্রথম বলেই এলবিডব্লিউ হয়েছেন সাকিব আল হাসানও। ৭ ওভার শেষে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ধুকছে টাইগাররা।

সোমবার সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিকায়ক মুমিনুল হক। তার এ সিদ্ধান্তকে ভুল প্রমাণ করছেন লঙ্কান বোলাররা। চট্টগ্রাম টেস্টে মাথায় আঘাত পাওয়া বিশ্ব ফার্নান্দোর পরিবর্তে প্রথম ম্যাচে কনকাশন হয়ে মাঠে নেমে ৪ উইকেট পাওয়া কাসুন রাজিথা আজও বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন। তুলে নিয়েছেন টাইগারদের তিন ব্যাটার মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন ও সাকিবকে।

ইনিংসের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে ফিরে যান গত ম্যাচে অর্ধশতকের দেখা পাওয়া মাহমুদুল হাসান। আগের কনকাশন সাব’ হিসেবে নেমে বাজিমাত করা বোলার এবার দ্বিতীয় বলে দিয়েছেন বড় ধাক্কা। জয়কে যেন অনুসরণ করছেন তামিম ইকবাল। জয়ের মতো রানের খাতা খোলার আগেই পরের ওভারেই ফিরে গেছেন তামিমও। 

তামিম ফিরে যাওয়ার পর শান্তর সঙ্গে ১০ রানের জুটি করতেই আউট হন গত পাঁচ টেস্টে ব্যাট হাতে তেমন কোন ভূমিকা রাখতে না পারা মুমিনুল। অফ সাইডের বাইরে বল করেন অসিথা। সে বল খেলবেন কিনা ছেড়ে দিবেন এমন দ্বিধায় পড়লে ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন টাইগার অধিনায়ক। দলীয় ১৬ রানের মাথায় ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর সুবিধা করতে পারেননি সাকিব আর শান্তও। রাজিথার করা সপ্তম ওভারের চতুর্থ ডেলিভারি ব্যাট আর প্যাডের মাঝখান দিয়ে আঘাত হানে শান্তর স্ট্যাম্পে। পরের বলেই আউট হয়ে ফিরে গেছেন সাকিব। 

বাংলাদেশ একাদশ: 

তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাইজুল ইসরাম, মোসাদ্দেক হোসেন, সৈয়দ খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: 

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াভিক্রমা, অসিথা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।

ইএফ

Link copied!