Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০১ মার্চ, ২০২৪,

কাতার বিশ্বকাপ: আজকের সময়সূচি ও যেসব চ্যানেলে দেখা যাবে

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২৬, ২০২২, ১১:০৭ এএম


কাতার বিশ্বকাপ: আজকের সময়সূচি ও যেসব চ্যানেলে দেখা যাবে

কাতার বিশ্বকাপের সপ্তম দিনে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে ম্যাচ তাদের জন্য বাঁচা-মরার লড়াই। মেক্সিকো-আর্জেন্টিনা ছাড়াও তিউনিসিয়া-অস্ট্রেলিয়া, পোল্যান্ড-সৌদি আরব ও  ফ্রান্স-ডেনমার্কের ম্যাচ রয়েছে। নিচে সময়সূচি ও যেসব চ্যানেলে ম্যাচগুলো দেখা যাবে তা দেয়া হলো- 

দলসময় ও চ্যানেলের নাম
তিউনিসিয়া-অস্ট্রেলিয়াবিকেল ৪টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি
 
পোল্যান্ড-সৌদি আরবসন্ধ্যা ৭টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি
ফ্রান্স-ডেনমার্করাত ১০টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি
 
মেক্সিকো-আর্জেন্টিনারাত ১টা, বিটিভি, টি স্পোর্টস, গাজী টিভি
 

 

এআই

Link copied!