ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে হারিয়ে শীর্ষে জিরোনা

ক্রীড়া প্রতিবেদক

ডিসেম্বর ১১, ২০২৩, ১১:৪৮ এএম

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে হারিয়ে শীর্ষে জিরোনা

লা লিগার এ মৌসুমে একের পর এক চমক দেখিয়েই চলেছে জিরোনা। এবার ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে তারা গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে তাদের মাঠেই হারিয়ে দিল।

এবারই প্রথম লিগের ম্যাচে কাতালান জায়ান্টদের হারালো দলটি। সেই সঙ্গে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষেও উঠল তারা।
অলিম্পিক স্টেডিয়ামে রোববার রাতের ম্যাচটি ৪-২ গোলে জিতেছে সফরকারীরা। আর্তেম দভবিকের গোলে শুরুতে এগিয়ে যায় জিরোনা। পরে বার্সাকে সমতায় ফেরান রবার্ট লেভানদোভস্কি। মিগেল গুতেরেসের গোলে ফের এগিয়ে যায় জিরোরা। পরে ব্যবধান বাড়ান ভালেরি ফের্নান্দেস। যোগ করা সময়ে ইলকাই গিনদোয়ান ব্যবধান কমানোর পর আবার তা বাড়িয়ে নেন ক্রিস্তিয়ান স্তুয়ানি।

পুরো ম্যাচে বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল বার্সা। কিন্তু লক্ষ্যের কাছে গিয়ে তাদের হতাশ হতে হয়েছে জিরোনার গোলরক্ষকের দৃঢ়তায়। তৃতীয় মিনিটেই লেভানদোভস্কির শট ফিরিয়ে দেন জিরোনার গোলরক্ষক। দ্বাদশ মিনিটে এগিয়ে যায় জিরোনা। পাল্টা আক্রমণে যাওয়া বার্সার রক্ষণ উন্মুক্ত হয়ে পড়লে সুযোগ কাজে লাগায় সফরকারীরা। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে জালে পাঠান দভবিক।

১৯তম মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। রাফিনিয়ার কর্নারে জোরালো হেডে জাল খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। বিরতির আগে দ্বিতীয় দফা এগিয়ে যায় জিরোনা। বক্সে ঢুকে দারুণ শটে গোলটি করেন গুতেরেস।

দ্বিতীয়ার্ধে আক্রমণে জোর দিতে ৬৫তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেস। রাফিনিয়া, ফেলিক্স ও আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনকে তুলে নেন তিনি। তাদের জায়গায় নামানো হয় ফেরান তোরেস, লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দেকে। কিন্তু তাতেও সুফল মেলেনি।

৮০তম মিনিটে আরও এক গোল করে ব্যবস্থান ৩-১ করে ফেলে জিরোনা। বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার ভালেরি ফের্নান্দেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান কমিয়ে বার্সার আশা জাগিয়েছিলেন গিনদোয়ান। কিন্তু তিন মিনিট পর বদলি নামা স্তুয়ানি বার্সার কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

১৬ ম্যাচে ১৩ জয় ও ২ ড্রয়ে শীর্ষে থাকা জিরোনার পয়েন্ট ৪১। রিয়াল মাদ্রিদ ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। এ মৌসুমে একমাত্র রিয়ালের বিপক্ষেই হেরেছে জিরোনা। আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা সমান ৩৪ পয়েন্ট করে নিয়ে তিন ও চারে আছে। আতলেতিকো অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

এইচআর

Link copied!