ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

রোনালদোকে কাঁদিয়ে সেমিতে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৬, ২০২৪, ১০:০১ এএম

রোনালদোকে কাঁদিয়ে সেমিতে ফ্রান্স

ইউরোর কোয়ার্টার ফাইনালে শনিবার (৬ জুলাই) মুখোমুখি হয় ফ্রান্স-পর্তুগাল। জার্মানির হামবুর্গের ভক্সপার্ক স্টেডিয়ামে নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল না এলে টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। যেখানে ৫-৩ গোলে হারে পর্তুগাল। রোনালদোকে কাঁদিয়ে নিশ্চিত হয় বিদায়, অন্যদিকে সেমি ফাইনালে পা রাখে ফ্রান্স।

প্রথমার্ধের ম্যাড়ম্যাড়ে খেলা আড়মোড়া ভেঙে ওঠে দ্বিতীয়ার্ধে। আক্রমণাত্মক ফুটবল প্রদর্শনীতে দর্শকদের উৎকন্ঠায় রেখেছে দু’দলই। তবে, গোল ছাড়া সবই হয়েছে দ্বিতীয়ার্ধে। ফ্রান্স সুযোগ পেয়েছে কমপক্ষে গোটা চারেক। কখনও কলু মুয়ানি মিস করেছেন ওয়ান টু ওয়ানে, কখনও লক্ষ্যভ্রষ্ট হয়েছে কামাভিঙ্গার শট। উসমান ডেম্বেলের একটি শট বার পোস্ট ঘেঁষে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পায় পর্তুগাল। পর্তুগালও কয়েকটি আক্রমণ করেছিল। ব্রুনো ফার্নান্দেজের শট কিংবা ফিরতি বলে রোনালদোর ব্যাক হিল–কাজে আসেনি কিছুই। শেষ পর্যন্ত ৯০ মিনিট শেষে ম্যাচের ফল গোলশূন্য। খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে দুদল চেষ্টা চালিয়েছে। তবু, কেন যেন গোল হয়ে উঠছিল না। দুদিকেই প্রতিপক্ষ রক্ষণের চেয়ে নিজেদের ফিনিশিং ভুগিয়েছে ফ্রান্স ও পর্তুগালকে। যার ফলশ্রুতিতে খেলা টাইব্রেকারে যায়। টাইব্রেকে ফ্রান্সের হয়ে প্রথম শটে গোল করেন উসমান ডেম্বেলে। যার পাল্টা জবাবে গোল করেন রোনালদো। প্রথম তিন শটের তিনটিতেই সফল হয় ফ্রান্স। পর্তুগাল মিস করে তিন নম্বর শট। জোয়াও ফেলিক্স বল বারে মারলে এগিয়ে যায় ফ্রান্স। পরের দুই শটে গোল করে সেমি ফাইনাল নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পেরা।

বিআরইউ

Link copied!