Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪,

হকির ওস্তাদ ফজলু আর নেই

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০২:০৪ পিএম


হকির ওস্তাদ ফজলু আর নেই

পুরো নাম ফজলুল ইসলাম। তবে ওস্তাদ ফজলু বললেই তাকে চিনবেন ক্রীড়াঙ্গনের মানুষ। পুরান ঢাকার আরমানিটোলা স্কুলে ছোটদের হকি শেখানোর মধ্য দিয়েই এমন তকমা পেয়েছিলেন ফজলু। দেশের হকির অন্যতম এই নিবেদিত প্রাণ আজ (বুধবার) হঠাতই চলে গেলেন না ফেরার দেশে।

মৃত্যুর সময় তার বয়স ছিল পঞ্চাশোর্ধ্ব। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ওস্তাদ ফজলু। আজ সকালে সাড়ে আটটার দিকে পুরান ঢাকার নিজ বাসার বারান্দায় হঠাৎ পড়ে যান তিনি। পরে সঙ্গে সঙ্গে নেওয়া হয়েছিল হাসপাতালেও। তবে সেখানকার ডাক্তাররা ফজলুকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায় সাবেক এই হকি খেলোয়াড় স্ট্রোক করেছিলেন।

দেশের হকিতে ওস্তাদ ফজলুর অবদান মনে রাখার মতো। রাসেল মাহমুদ জিমিসহ পুরান ঢাকা থেকে অনেক খেলোয়াড় তৈরির কারিগর তিনিই। সেই শোক বার্তার মধ্য দিয়ে সেই প্রক্রিয়া হয়ে গেল বন্ধ।

একসময় ঢাকার শীর্ষ লিগে খেলা এই ফজলু নিজেকে বেশি পরিচিত এনে দিয়েছেন ওস্তাদ বনে গিয়ে। দেশের হকিতে অসামান্য অবদানের জন্য পেয়েছেন এশিয়ান হকি ফেডারেশনের সম্মাননা। এছাড়াও ২০১৬ সালে তৃণমূল কোচ হিসেবে পেয়েছেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের(বিএসপিএ) পুরস্কার। 

বিআরইউ

Link copied!