ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সুনীল ভালো প্লেয়ার, তবে হামজা অন্য লেভেলের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মার্চ ১৯, ২০২৫, ০৮:৩৩ পিএম

সুনীল ভালো প্লেয়ার, তবে হামজা অন্য লেভেলের

বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। আগামী ২৫ মার্চ মেঘালয়ের রাজধানী শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচে অভিষেক হওয়ার কথা রয়েছে তার। এশিয়া কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতও অবসর ভেঙে ফিরিয়েছে সুনীল ছেত্রীকে। তাই অনেকেই লড়াইটাকে হামজা ও সুনীলের মধ্যে বলে মনে করছেন। তবে এমনটা মনে করেন না জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার মতে, সুনীল ভালো প্লেয়ার, তবে হামজা অন্য লেভেলের।

বুধবার (১৯ মার্চ) ঢাকায় টিম হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়ে হাজির হয়েছিলেন জামাল ভুঁইয়া। সঙ্গে ছিলেন হামজাও। সেখানেই সাংবাদিকরা বাংলাদেশ অধিনায়কের কাছে জানতে চান ম্যাচটা সুনীল ও হামজা মধ্যে কি না। জবাবে জামাল বলেন, ‘না, আমি মনে করি না ম্যাচটা সুনীল ছেত্রী ও হামজা চৌধুরীর মধ্যে হবে। সুনীল অনেক ভালো প্লেয়ার, সে তার দেশের হয়ে দারুণ অবদান রেখেছে। তবে হামজা প্রিমিয়ার লিগের প্লেয়ার।’

হামজা চৌধুরী বিশ্বের সেরা লিগ খেলছেন কয়েক বছর। ছিলেন ইংল্যান্ডের বয়সভিত্তিক জাতীয় দলেও। ক্লাব ফুটবলে বৈশ্বিক পর্যায়ে খেললেও জাতীয় দলে অভিষেক হচ্ছে ২৫ মার্চ। তাই তিনিও জাতীয় দলের অভিজ্ঞতায় জামালদের কাছ থেকে শেখতে চান। হামজা বলেন, ‘জামালসহ আরও অনেকে জাতীয় দলে দীর্ঘদিন খেলছে। তাদের কাছ থেকেও আমি শিখতে চাই।’

২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয় জামাল ভূঁইয়ার। তার পথ ধরেই আরো কয়েকজন খেলছেন। সেই পথ পরিক্রমায় এসেছেন হামজা চৌধুরী। হামজা আসার পর বাংলাদেশের ফুটবল আবহ বদলেছে। সারা দেশ ফুটবল উন্মাদনায় মেতেছে। হামজাকে বাংলাদেশের ফুটবল মেসি আখ্যায়িত করেছেন জামাল, ‘হামজা বাংলাদেশের মেসি।’

আরএস

Link copied!