ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

টানা বৃষ্টিতে নিউমার্কেটে বেচাকেনায় ভাটা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩০, ২০২৫, ০৪:১২ পিএম

টানা বৃষ্টিতে নিউমার্কেটে বেচাকেনায় ভাটা
ছবি : সংগৃহীত

গতকাল থেকে টানা বৃষ্টিতে প্রয়োজন ছাড়া ঘর থেকে তেমন একটা বের হচ্ছে না মানুষ। ঢাকার নিউমার্কেটের কয়েকটি সড়কে জমে আছে পানি। ফলে ঈদকে কেন্দ্র করে নিউমার্কেটে যে ভিড় থাকার কথা, তা নেই। বিক্রেতারা অনেকটাই অলস সময় পার করছেন। যদিও ঈদের বাকি মাত্র এক সপ্তাহ।

শুক্রবার (৩০ মে) দুপুরে সরেজমিনে রাজধানীর নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বিক্রেতারা বলছেন, এবার ঈদে এমনিতেই বিক্রি কিছুটা কম। তার ওপর গতকাল সারাদিন বৃষ্টি। সড়কে জমা পানি। আর আজকের মেঘাচ্ছন্ন আকাশ। সব মিলিয়ে বিক্রিতে ভাটা পড়েছে। মার্কেটগুলোতে ক্রেতা সমাগম একেবারেই কম।

সরেজমিনে দেখা গেছে, নিউমার্কেটে দোকান খুলেছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতার সংখ্যা কম। অন্যদিকে মিরপুর রোডের নূরজাহান প্লাজার সামনের সড়কে পানি জমে যাওয়ায় এই মার্কেট, বদরুদ্দেজা মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেটে ক্রেতারা তেমন একটা প্রবেশ করতে পারছেন না। ফুটপাতের দোকানগুলো তেমন একটা দেখা যায়নি।

নিউমার্কেটের দোকানি শাহিদুল বলেন, গতকাল সারাদিন বৃষ্টি। কাস্টমার তেমন একটা পাইনি। আজও আবহাওয়া খারাপ। এ আবহাওয়ায় মানুষ ঘর থেকেই বের হয় না। কেনাকাটা করতে কীভাবে আসবে! ঈদের আগে শুক্রবার অনেক বিক্রির আশা করছিলাম, আবহাওয়ার কারণে আর হলো না।

প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্সের পাশের পাঞ্জাবীর দোকানি মনোয়ার হোসেন বলেন, সকাল থেকে মাত্র দুইটা পাঞ্জাবি বিক্রি করেছি। ক্রেতা তেমন একটা নাই, বিক্রি নাই। আবহাওয়া ভালো না হলে কাস্টমার তেমন একটা পাবো না। আশা করছি শেষের দিকে ভালো বিক্রি হবে।

ফুটপাতের ব্যবসায়ী শফিক মিয়া বলেন, সকাল থেকে দোকান চালু করবো ভাবছি। মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে। দোকান চালু করলে যদি হঠাৎ বৃষ্টি আসে, জিনিসপত্র ভিজে যাবে। তাছাড়া কাস্টমার কম। রোদ উঠলেই দোকান চালু করতাম।

তবে যেসব ক্রেতা মার্কেটে আসছেন তাদের মধ্যে অধিকাংশই তরুণ। তারা বলছেন, বিভিন্ন কাজে তারা বের হয়েছেন তাই ঈদের টুকটাক কেনাকাটা সেরে ফেলছেন। এসব ক্রেতাদের চাহিদা প্যান্ট, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি।

রিফাত হোসেন নামের এক ক্রেতা বলেন, একটা কাজে বাসা থেকে বের হয়েছিলাম। এজন্য ভাবলাম কিছু কেনাকাটা করে যাই। নিউমার্কেটে এমনিতেই ভিড় থাকে। শুক্রবার বেশি ভিড় হওয়ার কথা। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তেমন একটা ভিড় নেই। দেখেশুনে সময় নিয়ে কেনাকটা করা যাবে।

আরএস

Link copied!