Amar Sangbad
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫,

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

মে ১৮, ২০২৫, ০৯:০১ পিএম


বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফরিদপুরের বোয়ালমারীতে ৩০ পিস ইয়াবা, নগদ ১২ হাজার টাকা ও একটি দেশীয় অস্ত্রসহ তারিকুল ইসলাম (তাঁরা) মোল্যা (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। তিনি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামদেবনগর গ্রামের বাসিন্দা।

থানা সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টার দিকে যৌথবাহিনীর টহল চলাকালীন পুলিশের সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ির মাটির নিচ থেকে ৩০ পিস ইয়াবা, কারবারির দেহতল্লাশিতে পাওয়া নগদ ১২ হাজার টাকা এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক, অর্থ ও অস্ত্র বোয়ালমারী থানার এসআই রাজীবের কাছে হস্তান্তর করা হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সোমবার তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে।

ইএইচ

Link copied!