Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫,

শালিখায় গাঁজাগাছসহ এক ব্যক্তি আটক

শালিখা (মাগুরা) প্রতিনিধি

শালিখা (মাগুরা) প্রতিনিধি

মে ২১, ২০২৫, ০৮:১৯ পিএম


শালিখায় গাঁজাগাছসহ এক ব্যক্তি আটক

মাগুরার শালিখা উপজেলায় দুইটি গাঁজা গাছসহ মামুনুর রশীদ মামুন (৩২) নামে এক ব্যক্তিকে শালিখা থানা পুলিশ আটক করেছে। মামুনুর রশীদ শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

মঙ্গলবার রাতে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি মিয়ার নেতৃত্বে শালিখা থানা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও এসআই কাজী শাহ আলমসহ একটি ফোর্স মামুনুর রশীদের নিজ বাড়ি থেকে আটক করে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মামুনুর রশীদ তার বাড়ির পিছনে লাউয়ের মাচাংয়ের মধ্যে গোপনে দুটি গাঁজা গাছ রোপণ করেছিলেন। গাছের মধ্যে একটি প্রায় চার ফুট এবং অন্যটি দুই ফুট উঁচু ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করে এবং তার বাড়ির আঙিনা থেকে দুইটি গাঁজা গাছ উদ্ধার করে।

ওসি অলি মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মামুনুর রশীদকে গাঁজাগাছসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাগুরা কোর্টে সোপর্দ করা হয়েছে।”

ইএইচ

Link copied!