আমার সংবাদ ডেস্ক
মে ১৮, ২০২৫, ০৫:৫৫ পিএম
আমার সংবাদ ডেস্ক
মে ১৮, ২০২৫, ০৫:৫৫ পিএম
এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে কলম বিরতি কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (১৮মে) বিকেলে কলম বিরতি কর্মসূচি শেষে এমন ঘোষণা দিয়েছে সংস্কার ঐক্য পরিষদ।
যদিও এদিন দুপুরে খবর আসে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আন্দোলনকারী এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন। আগামীকাল মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ে আলোচনায় বসবেন তিনি।
তবে সংস্কার ঐক্য পরিষদের কাছে আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ পৌঁছায়নি বলে সংগঠন থেকে জানানো হয়েছে। যে কারণে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এসেছে।
আরএস