ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

যবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি দূর্জয় সচিব আকিব

যবিপ্রবি প্রতিনিধি

যবিপ্রবি প্রতিনিধি

সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৮:৪১ পিএম

যবিপ্রবি রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি দূর্জয় সচিব আকিব

রোটার‌্যাক্ট ক্লাব অব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ রোটা বর্ষের সভাপতি হিসেবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের  তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সম্রাট শাহ দুর্জয় ও সচিব হিসেবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম  বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকিব ইবনে সাঈদ দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে রোটারি ইন্টারন্যাশনালের নিয়ম অনুযায়ী তারা ক্লাবটির দায়িত্ব গ্রহণ এবং কার্যক্রম শুরু করেছেন।

২০২২-২৩ রোটা বর্ষের  এর বোর্ড মেম্বার ও অন্যান্য অফিশিয়ালরা হলেন সহ-সভাপতি , আখি আক্তার, সালমামুন আহমেদ, মোঃ, আব্দুল বাকে আহাদী, যুগ্ম সচিব সাদমান সাকিব খান রাইয়ান, অনিক সাহা,, ক্লাব সেবা পরিচালক আল-সানি , আন্তর্জাতিক সেবা পরিচালক জাকারিয়া হাবিব জিম,  পেশাগত সেবা পরিচালক  মোঃ ইসমাইল হোসেন ,  সমাজ সেবা পরিচালক অনন্যা মণ্ডল, কোষাধ্যক্ষ অনন্যা রাইয়ান, যুগ্ম কোষাধ্যক্ষ আওয়াল হোসেন, সম্পাদক  শামীম আহসান,  তানভীর আহমেদ, সুমাইয়া সিদ্দিকা, সহকারি-সম্পাদক শরিফুল ইসলাম, ঋতু আক্তার লিমা,অর্থ পরিচালক আতিকুর রহমান,  মোঃ শাদিদুল ইসলাম অনুষ্ঠান পরিচালক  শ্রাবণী মজুমদার, সহকারি অনুষ্ঠান পরিচালক সাগর  হোসেন,  ক্লাব প্রজেক্ট ডেভলপমেন্ট সাব্বির আহমেদ,  নুরজাহান আক্তার তুন্না,  চিফ সার্জেন্ট এ্যাট আর্মস মোঃ মহাইমিনুল ইসলাম  মেহরাব, অতিরিক্ত সার্জেন্ট এ্যাট আর্মস সোহানা ফাতেমী এরিন, রিঙ্কু বাসাক, সদস্য রাহুল হাসান,  নদী কর,  ফারজানা ইয়াসমিন মিল্কি,  নিশাত তাবাসসুম প্রকৃতি, সাদিকা সাহানি উর্মি , ঐশী ,  নিশাত , পিউলি, নাতাশা  কুন্দ,  মোহাম্মদ রাফি,  নাহিদা  আক্তার,  সাব্বির আহমেদ,  মুশফিক ধ্রুব,  সাকিবুল ইসলাম শুভ, মোস্তফা কামাল,  মোঃ কামরুজ্জামান,  আবিদ হাসান,  নুরজাহান আক্তার  তুন্না,  হালিমা খাতুন,  শাকিল আহমেদ, মোহাম্মদ ফরহাদ,  রকেয়া  আক্তার জুঁই, মেহেনাজ তাবাচ্ছুম,  মেহের নিগার মেরি,  আশিকুজ্জামান, সাব্বির  আলম,  তানভীর হোসাইন l

ক্লাবের উপদেষ্টা হিসেবে আছেন ডঃ মোঃ আশরাফুজ্জামান জাহিদ, মেম্বারশিপ ডেভলপমেন্ট পিয়াস বিশ্বাস, ফাউন্ডেশন চেয়ার  মেহেদি রাহাত মাসুম,  পাবলিক ইমেজ নাজনীন সুলতানা,  সদ্য সাবেক সভাপতি শামীম হাসান ।

উল্লেখ্য, ১৯৬৮ সালে বিশ্বে রোটার‌্যক্ট ক্লাব প্রতিষ্ঠিত হয়। ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ স্লোগানকে ধারণ করে বিশ্বের ১৯০টির অধিক দেশে কাজ করে যাচ্ছে রোটারী ইন্টারন্যাশনালের যুব সংগঠনটি।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। নেতৃত্ব গঠন, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও ছিন্নমূলদের সহযোগিতা সহ বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়নমূলক কর্মকান্ডের সহযোগী হিসেবে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনটি। রোটারেক্ট  ক্লাব অব  যবিপ্রবি এর  সিস্টার ক্লাব  রোটার্যাক্ট ক্লাব যশোর রূপান্তর এবং ক্লাবের পার্টনার হিসেবে আছে রোটারি ক্লাব যশোর রূপান্তর।

এবি

Link copied!