Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫,

সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২১, ২০২৫, ০৪:৪৭ পিএম


সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা

শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্যদূরীকরণের লক্ষ্যে ঈদুল আজহার আগেই শতভাগ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়াসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে লংমার্চ টু সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তবে সচিবালয় অভিমুখে যাত্রায় পুলিশের বাধার মুখে পড়েছেন তারা।

বুধবার (২১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকের একটি মিছিল সচিবালয়ের দিকে রওনা হয়। মিছিলটি প্রেস ক্লাব ও সচিবালয়ের (৫ নম্বর গেট সংলগ্ন) মধ্যবর্তী সড়কে গেলে তাদের আটকে দেয় পুলিশ।

এসময় শিক্ষকরা ব্যারিকেড সরিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা শিক্ষকদের ঘিরে ফেলেন।

এসময় হাতে থাকা হ্যান্ডমাইক দিয়ে শিক্ষকদের মধ্য থেকে একজন পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘দয়া করে আমাদের মারবেন না। আমরা ন্যায্য দাবি নিয়ে সচিবালয়ে যাচ্ছি। প্রয়োজনে আপনারা আমাদের দাবিগুলো শোনেন। যদি মনে করেন আমাদের দাবি অযৌক্তিক, আমরা ফিরে যাবো। তবুও আমাদের গায়ে হাত তুলবেন না। এর আগে শিক্ষকদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, আজ যেন তার পুনরাবৃত্তি না ঘটে। যদি এমন হয়, তবে তা ভালো হবে না।’

এসময় পুলিশের পক্ষ থেকে শিক্ষকদের এলাকা ছাড়তে বলা হয়। প্রায় ২০ মিনিট ধরে শিক্ষকরা ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন এবং পুলিশ দাঁড়িয়ে থাকে। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের প্রেস ক্লাবের সামনের সড়কে সরিয়ে দেয়। সেখানেও শিক্ষকরা স্লোগান অব্যাহত রাখেন। এরপর পুলিশের পক্ষ থেকে কয়েকজন শিক্ষক প্রতিনিধিকে সচিবালয়ের দিকে নিয়ে যাওয়া হয়।

আরএস

Link copied!