ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

দুই সিনেমা দিয়ে ফিরছে তিশার সুদিন

আকাশ নিবির

আকাশ নিবির

জানুয়ারি ২৬, ২০২৩, ০১:২০ এএম

দুই সিনেমা দিয়ে ফিরছে তিশার সুদিন

সেন্সর বোর্ডের আপিল বিভাগের রায়ে প্রায় চার বছর পর সেন্সর সনদ পেতে যাচ্ছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‍‍‘শনিবার বিকেল‍‍’ ছবিটি। সনদ হাতে পেলেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ৩ ফেব্রুয়ারি। এমনটাই জানা গেছে নির্মাতা সূত্রে। 

অন্যদিকে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা নিয়ে বলিউডের সিনেমা ‍‍`ফারাজ‍‍`ও মুক্তি পাচ্ছে একই দিনে। যদিও তার আগে শনিবার বিকেল‍‍` ছবিটি মুক্তি পাবার কথা জানিয়েছে শনিবার বিকেল টিম। সন্তান আর সংসারের ব্যস্ততা থেকে দূরে থাকতে চান নুসরাত ইমরোজ তিশা। তবে দীর্ঘদিন পর দুই ছবি নিয়েই পর্দায় ফিরছেন এই জাত অভিনেত্রী।

অন্যদিকে ‍‍‘শনিবার বিকেল‍‍’ সিনেমাটি মুক্তির আগে প্রকাশ করা হয় ট্রেলার। ২ মিনিট ৬ সেকেন্ডের ‍‍‘ফারাজ‍‍’ ট্রেলার দেখলেই বোঝা যায় সিনেমাটিতে হলি আর্টিজানে সংঘটিত ঘটনার চলচ্চিত্রায়ণ করা হয়েছে। ট্রেলারে বলিউডের সিনেমাটি মুক্তির আগেই ভারত ও বাংলাদেশে আলোচনার জন্ম দেয়া সিনেমাটি ভারতের সিনেমা হলে ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‍‍‘টি সিরিজ‍‍’। 

সিনেমাটি নির্মাণ করেছেন ‍‍‘আলীগড়‍‍’, ‍‍‘ওমের্তা‍‍’, ‍‍‘শহীদ‍‍’, ‍‍‘স্ক্যাম ১৯৯২‍‍’ খ্যাত পরিচালক হংসল মেহতা। ছবিটিতে কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর ও পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালের অভিষেক হচ্ছে। গত বছর বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়েছে।

এদিকে বাংলাদেশের ওই একই ঘটনা নিয়ে ‍‍‘শনিবার বিকেল‍‍’ নির্মাণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। দীর্ঘদিন সেন্সরে আটকে থাকা সিনেমাটি হয়তো দ্রুতই মুক্তি পাবে। প্রযোজনা সূত্রে জানা গেছে, সেন্সর সনদ হাতে পেলেই মুক্তি দেবে সিনেমাটির ট্রেলার।

দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি না পেলেও ‘শনিবার বিকেল‍‍’ ঘুরেছে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। মস্কো এবং সিডনির পর সম্প্রতি চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে মিউনিখ ফিল্ম ফেস্টিভ্যালে। শুধু তা-ই নয়, মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে ‍‍‘শনিবার বিকেল‍‍’ ছবিটি দুটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার পাওয়ার খবর শোনা গেছে।

মূলত জঙ্গি হামলার ওপর ভিত্তি করে নির্মিত ‍‍‘শনিবার বিকেল‍‍’ যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন। ছবিটিতে অভিনয় করেছেন বিভিন্ন দেশের অভিনয়শিল্পী। তাদের মধ্যে আছেন প্যালেস্টাইনের ইয়াদ হুরানি, পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। নুসরাত ইমরোজ তিশা ছাড়াও বাংলাদেশ থেকে অভিনয় করেছেন, মামুনুর রশিদ, ইরেশ যাকেরসহ অনেকে।

Link copied!