ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

একই সময়ে দুজনের সাথে প্রেম ঘটে কেন?

সাহিদুল ইসলাম ভূঁইয়া

জুলাই ২৬, ২০২২, ০৯:৫৪ পিএম

একই সময়ে দুজনের সাথে প্রেম  ঘটে কেন?

অনেকেই একসঙ্গে  একাধিক সম্পর্কে  জড়িয়ে পড়েন! কেউ কেউ এটিকে মোটেও ভালো চোখে দেখেন না।  একাধিক সম্পর্কে জড়ান  এমন ব্যক্তিদেরকে  বিজ্ঞানের ভাষায় পলিগ্যামাস বা বহুগামী বলা হয় । তবে এমনটি আসলে কেন ঘটে জানুন বিস্তারিত।

গবেষণায় জানাযায়,  জীবনে কখনো কখনো  প্রতি ৯ জনে অন্তত একজন এ ধরনের সম্পর্কে  জড়িয়েছেন। এ তথ্য উঠে ২০২১ সালে এক সমীক্ষায় উঠে আসে।

আমেরিকা ও কানাডার বাসিন্দাদের উপর চালানো এক সমীক্ষায়  উঠে আসে বহুগামীদের ভয়ঙ্কর তথ্য।  এ তথ্যে  দেখা যায়, প্রতি ৬ জনে ১ জন  ইচ্ছা প্রকাশ   বহুগামী সম্পর্কে থাকার।

আবার কখনো না কখনো একসঙ্গে দুজন মানুষের প্রেমে পড়েছেন এমন তথ্য আসে  প্রতি ৯ জনে একজনের  জীবনে ।  একই সঙ্গে দুজনের প্রেমে পড়েছিলেন এমন ব্যক্তিদের চিনেন প্রতি ১৫ জনে ১ জন।

আবার ৭ জনের মধ্য়ে ১ জন এই ধরনের সম্পর্কে না থাকলেও, এই ধরনের সম্পর্কে থাকা ব্যক্তিকে সম্মান করেন।

এ বিষয়ে মুম্বাইয়ের এক বিশিষ্ট মনোবিদ জানখানা জোশি জানান, কেউ হয়তো দীর্ঘদিন ধরে একজনের সঙ্গে সম্পর্কে থাকা সত্ত্বেও নতুন করে আরও একজনের প্রেমে পড়েন।


এক্ষেত্রে ওই ব্যক্তি দুজনের মধ্য়ে একজনকে বেছে নিতে চান না বরং দুজনকেই সমানভাবে ভালোবাসতে চান!

এই মনোবিদ জানান, আসলে বহুগামী নিয়ে সবারই একটি বদ্ধমূল ধারণা আছে মনে। আমরা মনে করি, সত্যিকারের ভালোবাসার অর্থ একজনকেই ভালোবাসা।

একজন মানুষের প্রতিই সম্পূর্ণরূপে ডেডিকেটেড হয়ে থাকতে হবে। আসলে সামাজিক চাপে পড়েই এরকম ধারণা তৈরি হয়।

তবে সামাজিক চাহিদা আর বায়োলজিকাল নিড, এই দুটো তো এক নয়। আর এ কারণে অনেকেই জড়িয়ে পড়েন বহুগামী সম্পর্কে।

Link copied!