Amar Sangbad
ঢাকা সোমবার, ২৬ মে, ২০২৫,

মহরম আলীকে চট্টগ্রামে বদলি, আরও ৫ পুলিশ প্রত্যাহার

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৭, ২০২২, ১১:১০ এএম


মহরম আলীকে চট্টগ্রামে বদলি, আরও ৫ পুলিশ প্রত্যাহার

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি থামানোর নামে লাঠিচার্জের ঘটনায় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহরম আলীকে এবার বরিশাল থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। একইসঙ্গে জেলা পুলিশের কর্মকর্তাসহ আরও পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে তাদের বদলি ও প্রত্যাহার করা হয়েছে।

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান বিষয়টি নিশ্চত করে গণমাধ্যমকে বলেন, সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর লাঠিচার্জের ঘটনায় মোট ছয়জনকে বরগুনা জেলা পুলিশে দায়িত্ব পালন থেকে সরিয়ে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বরগুনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় নেতাকর্মীদের বেধড়ক লাঠিপেটা করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সারা দেশে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দেয়ার আগেই মহরম আলীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হলো। এরপর মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে আরও পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

এআই 

Link copied!