Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

ড. ইউনুসের রায় গণভবন থেকে অভিযোগ রিজভীর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১, ২০২৪, ০৭:৩২ পিএম


ড. ইউনুসের রায় গণভবন থেকে অভিযোগ রিজভীর

পদ্মা সেতু নির্মাণে ক্ষোভ থেকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্যে প্রণোদিত রায় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলেন। 

রিজভী বলেন, শ্রম আইন লঙ্ঘনের কথিত মামলায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইনূসকে ফরমায়েশী রায়ে আজ ৬ মাসের কারাদণ্ড  দিয়েছেন শেখ হাসিনার আদালত। এই গনভবনের রায়ে পুরো জাতি লজ্জিত। ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছি।

তিনি আরও বলেন, প্রতিহিংসার বসবর্তী হয়ে এই রায় যে দেয়া হয়েছে তার প্রমান শেখ হাসিনা অব্যাহত ভাবে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিষোদগার এবং তাকে হুমকী দেয়ার ঘটনা প্রমান করে। ২০২২ সালের ১৮ মে এক আলোচনা সভায় শেখ হাসিনা পদ্মা নদীতে টুস করে ফেলে দিয়ে হত্যা করার হুমকী দেন  বেগম খালেদা জিয়াকে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে পদ্মা সেতু থেকে পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন। তখন থেকেই স্পস্ট হয় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে তার গভীর দুরভিসন্ধি করা হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, দেশে আওয়ামী লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের হোতা,লুটেরা,ব্যাংক ডাকাত,ঋন খেলাফিদের কিছুই হয় না। সম্পূর্ণ সাজানো গোছানো রায়ে সাজা দেয়া হয় ড. মুহাম্মদ ইউনুসের মতো জাতির গর্ব।

আরএস

Link copied!