পিরোজপুর প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৫, ০৫:০৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এক সময় স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার—শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। এ সরকার জোর করে ১৬ বছর ধরে ক্ষমতায় টিকে রয়েছে। মানুষের ওপর এমন কোনো নির্যাতন নেই, যা তারা করেনি। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ, সন্ত্রাস—সব অপকর্মেই এই সরকার জড়িত। তিনবার দেশের মানুষ ভোট দিতে পারেনি। তাই মানুষ রাজপথে নেমে এসেছে। সীমাহীন জুলুম ও নিপীড়নে অতিষ্ঠ হয়ে জনগণ রাস্তায় নামতে বাধ্য হয়েছে।”
রোববার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় এসব কথা বলেন তিনি।
জুলাই পদযাত্রার ১৩তম দিনে সকাল ১১টায় পিরোজপুর সার্কিট হাউস থেকে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। মিছিলটি সিও অফিস, সদর রোড, সাধনা ব্রিজ হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা সারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।
জেলার সাতটি উপজেলা থেকে নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে পথসভায় অংশ নেন এবং ভিজে গিয়েও কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনেন।
ইএইচ