Amar Sangbad
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫,

৪৬তম বিসিএসের লিখিত পুনঃনির্ধারিত সময়সূচি পরীক্ষার প্রকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৫, ২০২৫, ০৬:৪১ পিএম


৪৬তম বিসিএসের লিখিত পুনঃনির্ধারিত সময়সূচি পরীক্ষার প্রকাশ

স্থগিত হওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার (অবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়) পুনঃনির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আগামী ২৪ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হবে।

রোববার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।

এতে আরও বলা হয়, প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যেকোনো সংশোধনের প্রয়োজন হলে- তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংরক্ষণ করে।

এর আগে গত ২৮ এপ্রিল সরকারের এক তথ্য বিবরণীতে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করার কথা জানানো হয়।

পরীক্ষার সূচী দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।

আরএস

Link copied!