ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সেন্সরে যাচ্ছে সাইমন-বুবলীর ‘চাদর’

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১২, ২০২৩, ০৬:৪৯ পিএম

সেন্সরে যাচ্ছে সাইমন-বুবলীর ‘চাদর’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক ও নায়িকা বুবলী জুটির সিনেমা ‘চাদর’ সিনেমায়। পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু। প্রথমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের নিজস্ব অর্থায়নে ছবিটি নির্মিত হচ্ছে ছবিটি। ছবিটিকে ঘিরে প্রত্যাশা অনেক। গেল বছরের জুলাইয়ে ছবিটির ঘোষণা আসে। কতদূর এগোলো ছবির কাজ? খোঁজ নিতে গেলে পরিচালক জাকির হোসেন রাজু জানান, শুটিং শেষ করেছেন অনেক আগে। ডাবিং শেষ হয়েছে ৭০ শতাংশ। শুধু তাই নয়, ছবিটির সম্পাদনার কাজও শুরু হয়ে গেছে। এরই মধ্যে ৩০ শতাংশ শেষ করে এনেছেন বলে জানান রাজু।

তিনি বলেন, ‘আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, সময় মতো পরিকল্পনা অনুযায়ী ‘চাদর’ সিনেমার কাজটি শেষ করতে পেরেছি। আর এটা সম্ভব হয়েছে ছবির নায়ক-নায়িকা থেকে শুরু করে পুরো টিমের একান্ত প্রচেষ্টার জন্য। সবাই খুব আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। একটি ভালো টিম একজন নির্মাতার জন্য খুব জরুরি। আমি সেটা পেয়েছি। সবকিছু ঠিক থাকলে এই জানুয়ারিতেই সেন্সর বোর্ডে জমা পড়বে।’

কবে মুক্তি পাবে ‘চাদর’- এ প্রসঙ্গে ‘জীবন সংসার’খ্যাত নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, ‘মুক্তির বিষয়টি সম্পূর্ণই নির্ভর করে প্রযোজকের সিদ্ধান্তের ওপর। তাই এ বিষয়টি নিয়ে আমি কিছু বলতে পারছি না। আমি সিনেমাটি শেষ করে সেন্সরে জমা দেব। সেন্সর পেলে সেটা এফডিসির কাছে বুঝিয়ে দেব। বাকি সিদ্ধান্ত তারা নেবে। তবে আমি চাই খুব দ্রুতই যেন ছবিটি প্রেক্ষাগৃহে যায়। কারণ পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য লম্বা সময় অপেক্ষা করতে ভালো লাগে না।’

নায়ক সাইমনও ‘চাদর’ নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘জাকির হোসেন রাজু স্যারের সঙ্গে কাজ করে আমি সবসময়ই আনন্দ পাই। তৃপ্তি পাই। এবারও পেয়েছি। বরং একটু বেশি পেয়েছি। কারণ এই ছবিটি দিয়ে এফডিসি অনেক দিন পর প্রযোজনায় ফিরেছে। আমার জন্য বিষয়টি স্পেশাল। পাশাপাশি এ ছবির গল্প ও আমার চরিত্র, বুবলীর সঙ্গে জুটি হয়ে অভিনয়- সবই স্পেশাল। আমি আশা করছি এই সিনেমা আমার ক্যারিয়ারকে নতুন মাত্রায় নিয়ে যাবে।’

বুবলী বলেন, ‘চাদর’ ছবিটি আমার কাছে নিরীক্ষাধর্মী একটি কাজ। জাকির হোসেন রাজু স্যারের সঙ্গে এটি দ্বিতীয় কাজ হলেও অভিজ্ঞতা হয়েছে একদমই নতুন। ছবিটি দর্শক উপভোগ করবেন বলেই আমার প্রত্যাশা।’

এর আগে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বি হুজুর’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নায়ক সাইমন। এরপর তারা জুটি হয়ে উপহার দেন ‘পোড়ামন’ নামের একটি ছবি। সেটি ছিল সুপারহিট। সাইমন-বুবলী এবার রাজুর ‘চাদর’ সিনেমা দিয়ে নতুন সাফল্যের অপেক্ষায়।

‘চাদর’ ছবির গান লিখেছেন পরিচালক জাকির হোসেন রাজু নিজেই। গানগুলোর সুর ও সংগীত পরিচালনায় আছেন সোহেল রাজ ও এস আই শহীদ। ছবিতে সাইমন-বুবলী ছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকেই।

Link copied!