ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বিবিসির বিরুদ্ধে কর অনিয়মের সত্যতা পাওয়ার দাবি ভারতের আয়কর দপ্তরের

বিবিসি

বিবিসি

ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১১:৫৮ এএম

বিবিসির বিরুদ্ধে কর অনিয়মের সত্যতা পাওয়ার দাবি ভারতের আয়কর দপ্তরের

ভারতের আয়কর বিভাগ বলেছে যে তারা বিবিসির দপ্তরে যে জরিপ চালিয়েছিল তিনদিন ধরে, তাতে সংস্থাটির অ্যাকাউন্টসে তারা অনিয়ম খুঁজে পেয়েছেন।

যে বিবৃতি আয়কর দপ্তর দিয়েছে, তাতে অবশ্য স্পষ্ট করে বিবিসির নাম উল্লেখ করা হয় নি। তবে এই বিবৃতি জারি করা হয়েছে তিনদিন ধরে দিল্লি আর মুম্বাইতে বিবিসির দুটি দপ্তরে হানা দেওয়ার পরেই।

বিবিসি জানিয়েছে, তারা আয়কর বিভাগের সঙ্গে সবরকম সহযোগিতা করবে এবং তারা কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি কোনো বার্তা পেলেই তার জবাব দেবে।

আয়কর বিভাগের এই অভিযোগ উঠল ভারতে বিবিসির একটি তথ্যচিত্র নিয়ে বিতর্ক চলার মধ্যেই।

কী অভিযোগ আয়কর বিভাগের?
আয়কর বিভাগ শুক্রবার জারি করা বিবৃতিতে বলেছে যে তারা ‘একটি নামকরা আন্তর্জাতিক মিডিয়া সংস্থার’ দিল্লি আর মুম্বাই দপ্তরে ‘জরিপ’ চালিয়েছিল। ওই সংস্থাটি ‘হিন্দি, ইংরেজি এবং আরও বেশ কয়েকটি ভারতীয় ভাষায় অনুষ্ঠান প্রস্তুত করে’ বলেও লেখা হয়েছে ওই বিবৃতিতে।

আয় এবং লাভের যে অঙ্ক ওই ‘সংস্থা’টি দেখিয়েছে, ‘তা ভারতে তাদের কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’, লেখা হয়েছে এই বিবৃতিতে।

‘তদন্তে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে ভারতে এই বিদেশি সংস্থার কিছু অংশের রেমিটেন্সকে ভারতে সংস্থার আয় হিসাবে দেখানো হয়নি এবং তার ওপর কর জমা দেওয়া হয়নি,’ বলেছে আয়কর বিভাগ।

‘বিবিসি একটা নির্ভরযোগ্য, স্বাধীন সংবাদ প্রতিষ্ঠান
বৃহস্পতিবার তিনদিন ধরে ভারতে বিবিসির দপ্তর দুটিতে তল্লাশি চালানোর পরে বিবিসি জানিয়েছিল, ‘আমরা কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা জারি রাখব এবং এটা আশা করব যে বিষয়গুলি দ্রুত নিষ্পত্তি হবে।’

বিবিসি এটাও জানিয়েছিল যে সংস্থাটি কর্মীদের পাশে আছে, বিশেষ করে যাদের দীর্ঘসময় জেরার সম্মুখীন হতে হয়েছে বা রাতে দপ্তরেই থেকে যেতে হয়েছে তাদের সুস্থতা আমাদের কাছে অগ্রাধিকার।

‘আমাদের সংবাদ সংক্রান্ত কাজকর্ম স্বাভাবিক হয়ে গেছে এবং আমরা ভারত আর তার বাইরে দর্শক ও শ্রোতাদের সংবাদ পরিবেশনের জন্য দায়বদ্ধ,’ বলেছিল বিবিসি।

বিবিসির প্রেস অফিস ওই বিবৃতিতে বলেছিল, ‘বিবিসি একটা নির্ভরযোগ্য, স্বাধীন সংবাদ প্রতিষ্ঠান এবং আমরা আমাদের সহকর্মী ও সাংবাদিকদের পাশেই আছি, যারা নির্ভীকভাবে, কোনও আনুকুল্য ছাড়া সংবাদ দিতে থাকবেন।’

এআরএস

Link copied!