ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বইমেলায় ড. মো. ইব্রাহীম খলিলের ছোটদের নবী-রাসূল সিরিজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৭:৩৮ পিএম

বইমেলায় ড. মো. ইব্রাহীম খলিলের ছোটদের নবী-রাসূল সিরিজ

বইমেলায় প্রকাশিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইব্রাহীম খলিলের ছোটদের নবী-রাসূলের সিরিজ। সিরিজটি প্রকাশ করেছে রাইজ আপ মিডিয়া এন্ড পাবলিকেশান্স।

সিরিজ গুলো সম্পর্কে লেখক বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়ায় সকল মানুষের সেরা মানুষ হলেন নবী-রাসূলগণ। দুনিয়ার অবশিষ্ট মানুষকে ইসলামের পথে পরিচালনার জন্য আল্লাহ তাআলা তাঁদেরকে মনোনীত করেছেন। 

তাঁদেরকে মানুষের সামনে সত্য, সুন্দর ও সুনীতির ‍দৃষ্টান্ত হিসেবে পেশ করেছেন। সাধারণভাবে তাই ইসলামের পথে, চিরায়ত সত্য ও সুনীতির পথে চলার জন্য নবী-রাসূলগণের জীবন, আদর্শ ও কর্মপদ্ধতি জানা প্রয়োজন। আর মুসলমান হিসেবে প্রতিজন মানুষের জন্য এ সম্পর্কে জানা অত্যাবশ্যক। 

বিশেষভাবে মুসলিম শিশুদের জন্য শৈশবেই নবী-রাসূলদের উত্তম চরিত্র ও মহান জীবনাদর্শের সাথে পরিচিত হওয়া বর্তমান সময়ের দাবি অনুসারে অনিবার্য। অথচ শিশুদের সহজাত ভাষায় মহান এ সকল মানুষের জীবনের গল্পগুলো শিশুদের নিকট উপস্থাপনের তেমন সার্থক প্রচেষ্টা অদ্যাবধি প্রত্যক্ষ করা যায়নি। যারা ওয়াজ-মাহফিলে এ নিয়ে কথা বলেন, তাঁরা সাধারণভাবে সকলের জন্য বলেন। 

শিশুরা তা নিয়ে উপকৃত হয় কম। সাম্প্রতিককালে নবী-রাসূলগণের জীবন ও কর্মকে উপজীব্য করে শিশুদের জন্য কিছু কাজ হয়েছে, কিন্তু সেগুলোর ভাষা, শব্দচয়ন ও বাক্যবিন্যাস সবদিক থেকে শিশুতোষ হয়নি। কিছু কিছু বইয়ের অঙ্গসজ্জা, বাক্যবিন্যাস বরং বড়দের মতোই কঠিন।

সিরিজের বিষয়ে প্রকাশক বলেন,ড. ইব্রাহীমের ‘ছোটদের নবী-রাসূল সিরিজ’ আরেকটি কারণে বিশেষভাবে আলাদা। প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিটি বইয়ের অডিও ভার্সন তৈরি করেছে। বইয়ের ভেতরে রয়েছে কিউআর কোড। 

কোড স্ক্যান করে শিশুরা গল্পগুলো শুনতেও পারবে। বাংলাদেশে নবী-রাসূলদের জীবনীর ক্ষেত্রে এ উদ্যোগ প্রথম। আর্ট পেপারে মুদ্রিত সম্পূর্ণ রঙিন বইগুলো মুসলিম শিশুদের জন্য নিঃসন্দেহে শ্রেষ্ঠতম উপহার।আমরা বইগুলোর বহুল প্রচার কামনা করি।বইমেলায় সিরিজ গুলো পাওয়া যাবে ২০১-২০২ নম্বর স্টলে মেরিট ফেয়ার প্রকাশনায়।

এইচআর

Link copied!