Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫,

জলকপাট নির্মাণে অনিয়ম

তজুমদ্দিনে গ্রামবাসী-শ্রমিক সংঘর্ষে আহত ৬

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৫, ০৩:০২ পিএম


তজুমদ্দিনে গ্রামবাসী-শ্রমিক সংঘর্ষে আহত ৬

ভোলার তজুমদ্দিন উপজেলায় নদী প্রতিরক্ষা বাঁধের জলকপাট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ জানালে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় গ্রামবাসী। সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ মে) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরে। ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন প্রায় ৭৪ কোটি টাকার একটি জলকপাট প্রকল্পের নির্মাণকাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের নির্মাণসামগ্রী।

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের ভাষ্য, ঢালাই কাজে নিম্নমানের বালু, সিমেন্ট ও পাথর ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকেরা পৌঁছে তথ্য সংগ্রহ করতে গেলে নির্মাণসংশ্লিষ্ট শ্রমিকেরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে গ্রামবাসী ও সাংবাদিকেরা একত্র হলে শ্রমিকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন মো. শামীম, মো. সেলিম, মো. ফারুক, সালাউদ্দিন ও ইয়ামিন। তাঁদের মধ্যে চারজনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিকদের একজন বলেন, ‘আমরা অনিয়মের প্রমাণ সংগ্রহ করছিলাম। এ নিয়ে কথা বলায় শ্রমিকেরা আমাদের ওপর চড়াও হয়।’

ঘটনার পর পাউবো ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘গোলাম রাব্বানী কনস্ট্রাকশন’ অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির প্রকৌশলী মো. মমিন বলেন, ‘শ্রমিকেরা স্থানীয় এবং অশিক্ষিত হওয়ায় কিছুটা উত্তেজনা ছড়িয়েছে। কাজের মান ঠিক আছে।’

তবে সংশ্লিষ্ট পাউবো কর্মকর্তা মো. তানভীর হাসান বলেন, ‘আমি সকাল থেকে দুপুর পর্যন্ত সাইটে ছিলাম। পরে ইউএনও কার্যালয়ের সভায় যেতে হয়।’ এ বিষয়ে সাংবাদিকেরা অভিযোগ জানালে তিনি ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বত খান জানান, ‘সংঘর্ষে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বিআরইউ

Link copied!