Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫,

ঢাকার দুই সিটির নির্বাচনের সিডিউল দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২২, ২০২৫, ০৮:২০ পিএম


ঢাকার দুই সিটির নির্বাচনের সিডিউল দিতে সরকারকে লিগ্যাল নোটিশ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ভবন। ছবি: সংগৃহীত

আগামী ৭ দিনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের সিডিউল দেয়ার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের কর্মী হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান। 

বৃহস্পতিবার (২২ মে) এ চিঠি পাঠানো হয়েছে।

এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন।

এ সময় হাইকোর্ট বলেন, এই রিট করার এখতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হলো। একইসঙ্গে নির্বাচনী ফোরামের মামলা অন্য ফোরামে না গিয়ে এখানে আসা ঠিক হয়নি বলেও উল্লেখ করেন আদালত।

ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এ আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই। এ সময় আগামী ২৬ মে’র মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে রিটকারী আইনজীবী কাজী আকবর আলী জানিয়েছেন, হাইকোর্ট রিটটি খারিজ করায় তারা আপিল বিভাগে যাবেন। ফলে এখনই শপথ পড়ানো যাবে না।

আরএস

Link copied!