Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫,

টানা ২৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

মে ২১, ২০২৫, ০৪:১৩ পিএম


টানা ২৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৩ মে (বৃহস্পতিবার) থেকে ১৫ জুন (শনিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে। অর্থাৎ ক্লাস ছুটি থাকবে মোট ২৫ দিন।

অন্যদিকে, অফিস ছুটি থাকবে ২৯ মে (বুধবার) থেকে ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত, মোট ১৬ দিন।

ইএইচ

Link copied!