ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
Amar Sangbad

সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২, ২০২৩, ০২:৪৪ পিএম

সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা

সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা) সাহিত্য পুরষ্কার-২০২৩ ঘোষণা করা হয়েছে। রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় আম্বরখানা সংলগ্ন ইলেকট্রিক সাপ্লাই সড়কে মোবাইল পাঠাগারের কার্যালয়ে ৮শ’ তম আসরে এ পুরষ্কারের ঘোষণা দেন পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য ২০ জন লেখককে এ সম্মাননা পুরষ্কারে ভূষিত করা হবে। লেখকদের মধ্যে ৫ জন তরুণ, ৮ জন যুবক ও ৭ জন প্রবীণকে নির্বাচন করেছেন সিমোপা কর্তৃপক্ষ।

সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করে পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী। পাঠাগারের নির্বাহী সম্পাদক, প্রভাষক আবদুল কাদির জীবন উপস্থাপনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পাঠাগারের সচিব ছড়াকার আবদুস সাদেক লিপন, সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩‍‍`র উপকমিটির আহবায়ক অধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী প্রমুখ।

সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩ এ ছড়ার জন্য নির্বাচিত হয়েছেন- দেলোয়ার হোসেন দিলু, কবির আশরাফ, আতাউর রহমান বঙ্গী ও আবদুল কাদির জীবন। কবিতায় নির্বাচিত হয়েছেন- সিরাজুল হক,  কামাল আহমদ, গাজী আবদুল কুদ্দুস শমসাদ, আজমল আহমদ ও নাঈমুল ইসলাম গুলজার। গল্পে নির্বাচিত হয়েছেন মিনহাজ ফয়সল ও জেনারুল ইসলাম। প্রবন্ধে ছয়ফুল আলম পারুল, সোনিয়া কাদির, শামসীর হারুনুর রশিদ, জুঁই ইসলাম ও সৈয়দ মুস্তাফিজুর রহমান এবং গানে মো. আবদুল মতিন, মাজহারুল ইসলাম মেনন, বাহা উদ্দিন বাহার ও তাসনিম যায়েদ।

উল্লেখ্য, প্রায় ১০০ জন প্রতিযোগির লেখা কবিতা, গল্প, প্রবন্ধ, গান ও ছড়া যাচাই-বাছাই করে সেরা ২০ জন লেখককে এ পুরস্কারের জন্য মনোনিত করা হয়।

এআরএস

Link copied!